শাফিন
এটি করার জন্য আপনাকে আগে একটি ফ্যানপেজ
তৈরি করতে হবে এবং পেজ এ ২৫টা লাইক থাকতে হবে।২৫ লাইক ছাড়া আপনাকে পেজ User Name পরিবর্তন করতে দিবে না। ২৫টা লাইক হলে এবার কাজে নেমে পরেন।
আপনার পেজ এ ২৫টি লাইক হলে এবার User Name পরিবর্তন করুন। এটি পরিবর্তন করতে পেজ এ গিয়েঃ-
(Edit Page > Update page info > Facebook web
address > Create a web address for this page?)
এখানে আপনার আইডির User Name টি বসিয়ে
Check Availability
ক্লিক করুন পরের পেজ এ আসলে
Transfer Username
এ ক্লিক করুন। কাজ শেষ এবার দেখেন আপনার আইডির User Name নেই সেটি পেজ এ চলে গেছে। এখন আপনি আপানার আইডিতে যেকোন একটি পছন্দ মত User Name
দিতে পারবেন।
পেজটি না লাগলে ডিলিট করে দিতে পারেন। কারন পেজ এর আর কোন কাজ নেই।
কাজটা যদি আমি সংক্ষেপে বলি তা হলে একটা পেজ Create করুন ২৫টা লাইক জোগাড় করুন। পেজ এর User Name Edit করুন এবং আপনার আইডির User Name
টি বসিয়ে দিন। আপনাকে Transfer করতে বলবে করুন। এবার আপনার আইডির User Name খালি হয়ে গেছে। নতুন করে User Name বসান ব্যাস কাজ শেষ। এখানে কাজ একটাই Transfer করা আর কিছু না।